নতুন বছরেই বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া! দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন বলি অভিনেত্রী নিজেই...
দু'বছর ধরে রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এ বারে তাঁরা বসছেন বিয়ের পিঁড়িতে। বলিউডে খুশির হাওয়া।


*গত দুবছর ধরে রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। প্রথমের দিকে বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়ালেও পরে একাধিক টেলিভিশন শোতে বা অ্যাওয়ার্ড ফাংশনে একসঙ্গে দেখা যায় তাঁদের। প্রকাশ্যে দুজনকে মনের কথাও বলতে দেখা যায়। একাধিক জায়গায় ছুটি কাটাতে দেখা যায় একসঙ্গে। সোশ্যাল মিডিয়া স্টোরিতে লাভ রিঅ্যাক্ট হোক বা একে অপরের সঙ্গে একাধিক মুহূর্ত শেয়ার, বলিউডের গুঞ্জনেই রয়েছেন এই জুটি। সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এই জুটি না কি বিয়ে করতে চলেছেন আগামী বছর। সত্যিই কি তাই? জানালেন আলিয়া নিজেই। ছবি: সংগৃহীত।


*লকডাউনের মধ্যেই একাধিক সেলেবকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে এই বছর। লকডাউন শেষেও বলিউডে বিয়ের মরশুম জারি রয়েছে। বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে এই রোম্যান্টিক কাপলও না কি বিয়ে করতে চলেছেন। অনেকে তো এই নিয়ে তাঁদের নাম জুড়ে কত কিছু পোস্টও করেছেন। কিন্তু এই নিয়ে এত দিন মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই। তাঁদের পরিবারের তরফেও এই ধরনের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়াই হয়েছে। ছবি: সংগৃহীত।


*পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি আগামী বছরই বিয়ে করছেন না। বিয়ের কোনও প্ল্যানই নেই আপাতত। কারণ হিসেবে তিনি নিজের বয়সের কথা বলেছেন। তাঁর বয়স মাত্র ২৫ বছর। নায়িকার মতে, এটা বিয়ের জন্য অত্যন্ত কম বয়স! সাংবাদিকদের উদ্দেশে আলিয়া বলেন, সবাই কেন আমাকে হঠাৎ করে এটা জিজ্ঞেস করা শুরু করেছে, যে আমি কবে বিয়ে করতে চলেছি? আপনারা তো জানেন আমার বয়স সবে ২৫! আমার মনে হয় বিয়ের জন্য এটা খুবই অল্প বয়স! ছবি: সংগৃহীত।


*অগস্টে ই-টাইমস একটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, রণবীর ও আলিয়া ২০২০ সালে বিয়ে করছেন না কাজের চাপের জন্য। কিন্তু বেশ কিছু সংবাদমাধ্যম, এমনকি এই জুটির ঘনিষ্ঠ মহল দাবি করতে থাকে, খুব শীঘ্রই সাঁত পাকে বাঁধা পড়বেন তাঁরা। ২০২০-তে না করলেও ২০২১-এই বিয়ে করবেন তাঁরা। ছবি: সংগৃহীত।


*সম্প্রতি জুম টিভি এন্টারটেইনমেন্ট তাদের ইনস্টাগ্রাম (Instagram)-এ একটি ভিডিও শেয়ার করে। যাতে দেখা যায়, রণবীরের সঙ্গে বসে গান গাইছেন আলিয়া। লাভ আজ কাল (Love Aaj Kal) সিনেমা থেকে ইয়ে দূরিয়াঁ গান গাইছেন তিনি। গানের কথা ভুল হলে ধরিয়ে দিচ্ছেন রণবীর। তাঁদের একসঙ্গে দেখে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। অনেকেই বলতে থাকেন, আলিয়া অভিনয়ের পাশাপাশি গানও দারুণ গাইতে পারেন! ছবি: সংগৃহীত।