• অক্ষয়ের এই কথা দ্রুত ভাইরাল হয়ে যায়। তাঁর লাখ লাখ ফ্যানেরা গুগল করে দেখতে শুরু করেন, সত্যিই গোমূত্র খেলে কোনও শারীরিক উন্নতি হয় কি না। দীর্ঘদিন ধরেই এই নিয়ে বিতর্ক চলে আসছে যে গোমূত্রের সত্যই কোনও গুণ আছে, নাকি সবটাই ধাপ্পাবাজি। কেউ কেউ তো আবার এও বলেছেন যে গোমূত্র খেয়ে তাঁর ক্যান্সার সেরেছে। ভারতের রাজনৈতিক নেতারাও একই কথা বলেছেন।