হোম » ছবি » বিনোদন » অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

  • 15

    অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

    • অক্ষয় কুমার এখন স্কটল্যান্ডে। আপাতত বেল বটম ছবির শ্যুটিং চলছে তাঁর। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন হুমা কুরেশি, লারা দত্ত। আর সেখানেই তিনি ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভে যোগ দিয়েছিলেন। আলোচনা হচ্ছিল তাঁর সঙ্গে জঙ্গল অ্যাডভেঞ্চারে যাওয়া নিয়ে।

    MORE
    GALLERIES

  • 25

    অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

    • সেখানেই হুমা কুরেশি প্রশ্ন করেন, হাতির মল থেকে তৈরি চা খেতে অক্ষয়কে কীভাবে রাজি করানো হয়?‌ তার উত্তরেই অক্ষয় বলেন, তিনি এই নিয়ে একটুও ভাবেননি। বরং অনেকবেশি উত্তেজিত ছিলেন। আয়ুর্বেদিক কারণে তিনি রোজ গোমূত্র পান করেন। তাই এটা তেমন কোনও বিষয় নয়।

    MORE
    GALLERIES

  • 35

    অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

    • অক্ষয়ের এই কথা দ্রুত ভাইরাল হয়ে যায়। তাঁর লাখ লাখ ফ্যানেরা গুগল করে দেখতে শুরু করেন, সত্যিই গোমূত্র খেলে কোনও শারীরিক উন্নতি হয় কি না। দীর্ঘদিন ধরেই এই নিয়ে বিতর্ক চলে আসছে যে গোমূত্রের সত্যই কোনও গুণ আছে, নাকি সবটাই ধাপ্পাবাজি। কেউ কেউ তো আবার এও বলেছেন যে গোমূত্র খেয়ে তাঁর ক্যান্সার সেরেছে। ভারতের রাজনৈতিক নেতারাও একই কথা বলেছেন।

    MORE
    GALLERIES

  • 45

    অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

    • যেমন এই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, গোমূত্র খেলে করোনা সেরে যাবে। তিনি বলেছিলেন ভারতের মাটি ভগবান কৃষ্ণের মাটি, এখানে গোমূত্র খেলে রোগ সারবেই। কিন্তু অক্ষয় কুমার এই কথা বলায় নতুন করে একটা ঢেউ তৈরি হয়েছে। যদিও আমরা জানি না, তিনি কোন সূত্রে কথাটি বলেছেন।

    MORE
    GALLERIES

  • 55

    অক্ষয় বলেছেন, রোজ গোমূত্র পান করেন, তারপরেই ভারতীয়রা খুঁজছে গোমূত্রের গুণ

    • তবে অক্ষয় কুমার এই কথা বলার পরেই যে ভক্তদের বুকে হিল্লোল তৈরি হয়েছে, সেটা বলাই যায়। সেই জিজ্ঞাসার প্রভাব দেখা যাচ্ছে গুগল সার্চ ট্রেন্ডে। অক্ষয় বলার পর থেকে দেশের অসংখ্য মানুষ গুগলে সার্চ করে দেখেছেন, সত্যিই গোমূত্র থেকে শরীরে কোনও উপকার হয়, না হয় না।

    MORE
    GALLERIES