

ছবির বাইরেও বলিউডি অভিনেত্রীদের পোশাক পরিচ্ছদও সব সময়ে চর্চায় থাকে ৷ বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে অভিনেত্রীরা যেন আজান্তেই পরস্পরের সঙ্গে একটা প্রতিযোগিতা করে বসেন ৷ আলাদা পার্টিতে গেলেও অভিনেত্রীদের পোশাকের মিল যেন কোথায় থেকেই যায় ৷ এমনই ঘটনা ঘটেছে ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও সোনম কাপুরের মধ্যে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


আসলে ঐশ্বর্য, দীপিকা, সারা ও সোনম কাপুর সোস্যাল মিডিয়ায় অতন্ত সক্রিয় ৷ তাঁদের নিত্য নতুন ছবি বা ভিডিওতে রীতিমত ঝড় ওঠে ৷ এই ক্রমে অভিনেত্রীরা তাঁদের ইনস্টাগ্রাম পেজে এমনই কিছু ছবি শেয়ার করেন যা দেখে নেটিজেনরাও অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন ৷ লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন তাঁরা ৷


অভিনেত্রী এই ধরনের ছবি সমস্ত মানুষকে কাঁপিয়ে দেয় ৷ তাঁদের পোশাকের মধ্যে অনেকটাই মিল ছিল পার্থক্য শুধুমাত্র একটাই নকশার পার্থক্য ছিল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


এই পোশাকে ঐশ্বর্য, দীপিকা, সারা ও সোনম একে অপরকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন ৷ বিশেষত বলিউডি অভিনেত্রীদের ক্ষেত্রে এমন হওয়াটা নাকি অত্যন্ত স্বাভাবিক ৷ নায়িকারাই শুধুই নন নায়কদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে বারেবারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


সামনের ও পিছনের অংশের বিষয়ে বলতে গেলে বলতে পারা যায় যে দীপিকার আসন্ন ছবি ৮৩, স্বামী রণবীর কিংবদন্তি ক্রিকেটার কপিলদেবের ভূমিকায় অভিনয় করেছেন যা অল্প সময় পরেই দেখা যাবে ৷ অন্যদিকে সারা আলি খান কুলি নম্বর ১, মাতিয়েছেন যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ ঐশ্বর্য ও সোনম পরিবারের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷