আর বালকি
হালে অসুস্থ হয়েছিলেন বিগ বি। কিন্তু অসুস্থতা ভুলে রেকর্ড করছিলেন '১০২ নট আউট'-এর গান- 'BAADDUUMMBAAAA'। রেকর্ডিং ফ্লোরে বিগ বি আরেকবার প্রমাণ করে দিলেন, বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! বিন্দাস কুল মেজাজে গান গাইলেন-- 'BAADDUUMMBAAAA'! এই কথাটা খোদ বিগ বি-রই আবিষ্কৃত। সোশাল মিডিয়ায় মনের খুশি বোঝাতে এই কথাটা ব্যবহার করেন তিনি।
Photo Source: News18NetWork
কুণাল কাপুর
এই ছবির জন্য ১০৯৯-এর কালজয়ী ছবি, ওয়াহিদা রহমান, গুরু দত্ত অভিনীত ' কাগজ কে ফুল'-এর গান 'ওয়ক্ত নে কিয়া কেয়া সিতম'- এর রেকর্ডিং করেছেন অমিতাভ বচ্চন। তাঁর ভীষণ প্রিয় গান! আর রেকর্ড করতে করতে স্মৃতীর সরনী ধরে হাঁটছিলেন অমিতাভ! গানটির অরিজিনাল মিউজিক কম্পোজ করেছিলেন এসডি বর্মণ, গেয়েছিলেন গীত দত্ত।
Photo Source: News18NetWork