

• সুশান্ত সিং রাজপুতের হত্যার তদন্তে নেমে মাদকের একটি বিশেষ যোগ খুঁজে পায় এনসিবি। সেই যোগেই জড়িয়ে পড়েন রিয়া চক্রবর্তী, শৌভিক, স্যামু্য়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত। তারপর মাদক যোগ নিয়ে আরও সূত্র খুঁজতে গিয়ে বলিউডের অন্দরে যেতে হয় এনসিবিকে। আরও বেশ কয়েকজন সেলেব্রিটি এই গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। হাজিরা দিতে বলা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খানকে।


• এই সমস্ত প্রথম সারির নায়িকাদের এনসিবির পক্ষ থেকে বিশেষ সমন পাঠানো হয়েছে। এরা একে একে এনসিবির কাছে হাজিরা দেবেন বলেও মনে করা হচ্ছে। কিন্তু এনসিবি এখানেই থেমে থাকছে না। তাঁদের মনে হয়, বলিউডের অন্দরে অনেকদূর পর্যন্ত এই ড্রাগের নেশা ঢুকেছে। সেই কারণেই একটি জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, এর পরেও এনসিবির নজরে রয়েছেন ৩৯ জন বলি স্টার।


• এনসিবির কাছে যে ৩৯ টি নাম রয়েছে। তার মধ্যে ১৬ থেকে ২০ জন সরাসরি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এরা আবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যর তদন্তেও কোনও না কোনওভাবে যুক্ত বলে জানিয়েছে তদন্তকারী সংস্থার সূত্র। কিন্তু এই ৩৯ জনের মধ্যে কী বলিউডের বড় তারকাদের নাম রয়েছে? সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি এনআইএ।


• এই সমস্ত প্রথম সারির নায়িকাদের এনসিবির পক্ষ থেকে বিশেষ সমন পাঠানো হয়েছে। এরা একে একে এনসিবির কাছে হাজিরা দেবেন বলেও মনে করা হচ্ছে। কিন্তু এনসিবি এখানেই থেমে থাকছে না। তাঁদের মনে হয়, বলিউডের অন্দরে অনেকদূর পর্যন্ত এই ড্রাগের নেশা ঢুকেছে। সেই কারণেই একটি জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, এর পরেও এনসিবির নজরে রয়েছেন ৩৯ জন বলি স্টার।