2/ 8


• অভিনেতা নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছিলেন ৷ নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে তিনি লেখেন, "feeling okay" অর্থাৎ মোটামুটি ঠিকই আছি ।
3/ 8


• তিনি "asymptomatic." -অর্থাৎ লক্ষণবিহীন ৷ নিজের সুস্থতার জন্য বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকছেন বলেও জানান অর্জুন ৷
5/ 8


• তিনিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই জানালেন নিজের অসুস্থতার কথা। তিনিও লক্ষণবিহীন এবং ভাল আছেন । চিকিৎসকের কথা মতো বাড়িতেই থাকবেন মালাইকা।
6/ 8


• লকডাউনের পর সদ্যই কাজ শুরু করেছিলেন মালাইকা । টিভি ডান্স রিয়্যালিটি শো’য়ের শ্যুটিং চলছিল । সেখানে একাধিক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
7/ 8


• অর্জুন কাপুরও একটি সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন । অর্জুনের বিপরীতে সেই ছবিতে রয়েছে রকুল প্রীত । যদিও সেই ছবির নাম এখনও ঠিক হয়নি ।