

ফের নক্ষত্রপতন বলিউডে। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কুমকুম। সকাল ১১টায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। photo source collected


কুমকুমকে খুঁজে এনেছিলেন পরিচালক অভিনেতা গুরু দত্ত। সে সময় গুরু দত্ত 'আর পার' ছবিটি বানাচ্ছিলেন। সাল ১৯৫৪। photo source collected


'আর পার' ছবিতে একটি গানের জন্য তাঁর দরকার ছিল ভাল অভিনেত্রী। কিন্তু সে সময় আইটেম ডান্সার হতে কোনও অভিনেত্রীই রাজি হননি। তখনই গুরু দত্ত খুঁজে বার করেন কুমকুমকে। 'কাভি আর কাভি পার লাগা তীরে নজর' গানে প্রথম অভিনয় করতে দেখা যায় তাঁকে। পরবর্তীকালে সিনেমার এই গানটিই সবচেয়ে জনপ্রিয় হয়েছিল। photo source collected


কুমকুম এর পর ১০০টির বেশি ছবিতে অভিনয় করেন। 'মাদার ইন্ডিয়া', 'মিস্টার এক্স ইন বোম্বে', 'সন অফ ইন্ডিয়া', 'উজালা', 'এক সাপেরা এক লুটেরা', 'আখে', 'গীত', 'ললকার'-এর মতো বহু জনপ্রিয় ছবিতে তিনি কাজ করেছেন। photo source collected


তবে দীর্ঘদিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়িতেই ছিলেন। বিহারের হুসেনবাদের মেয়ে তিনি। গুরু দত্তের হাত ধরে উঠে আসা কুমকুম একের পর এক ভাল ছবিতে কাজ করেছেন নিজের যোগ্যতায়। কিশোর কুমারের বিপরীতেও তাঁকে কাজ করতে দেখা যায়। 'মেরে মেহবুব কেয়ামত হোগি', " ইয়ে হ্যায় মুম্বাই মেরি জান', 'মধুবন মে রাধিকা নাচে',-র মতো বহু জনপ্রিয় গানে কুমকুমকে অভিনয় করতে দেখা যায়। দিলীপ কুমারের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন তিনি। এই অভিনেত্রীর মৃত্যুতে ফের শোকাহত বলিউড। photo source collected