

*আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই সম্ভবত নবাব পরিবারের সদস্যরা শুনতে পাবেন নতুন সদস্যের কান্নার আওয়াজ। ছবি: ইনস্টাগ্রাম।


*শুক্রবার অর্থাৎ আজই 'মা' হতে পারেন করিনা। সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হতে পারে বলি গ্ল্যামার কুইন করিনা কাপুর খানকে। ছবি: ইনস্টাগ্রাম।


*জনৈক এক জ্যোতিষী জানিয়েছে, এ বারে সম্ভবত 'মেয়ে'র মা হবেন করিনা। 'সারা'র পরে ফের কন্যা সন্তান আসবে নবাব পরিবারে। এই জ্যোতিষীই প্রথম জানিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার কোল আলো করে আসবে 'কন্যা সন্তান'। ফলে এ বারেও যে তাঁর ভবিষ্যতবাণী মিলে যেতে পারে, তা নিয়ে অনেকেই আশাবাদী। ছবি: ইনস্টাগ্রাম।


*ছেলে হোক বা মেয়ে, এই মুহূর্তে অধীর আগ্রহে করিনার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে গোটা কাপুর ও পতৌদির নবাব পরিবার। ছবি: ইনস্টাগ্রাম।


*২৪ ঘন্টায় এখন তারকা দম্পতির নতুন বাড়ির সামনে ক্যামেরা তাক করে বসে রয়েছেন পাপারাৎজিরা। ফলে করিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তা কারও চোখের আড়াল হবে না। ছবি: ইনস্টাগ্রাম।


*শুধু সইফ-করিনা নয়। নতুন সদস্যের অপেক্ষায় তাঁদের লক্ষ লক্ষ ফ্যান। বৃহস্পতিবার থেকেই তাঁদের আগত সন্তানের জন্য উপহার আসতে শুরু করেছে বাড়িতে।


*সুবিশাল নীল-গোলাপি বক্সে বৃহস্পতিবার বিকেলে আসে নানা উপহার। সেই ছবি শেয়ার করেছেন 'মম টু বি' করিনা নিজেই। ছবি: ইনস্টাগ্রাম।