আচমকাই প্রিয়াঙ্কা-নিকের ৭ কোটির ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করলেন জ্যাকলিন!
নতুন বছরটিও দারুণ শুরু করেছেন নায়িকা। পর পর দু'টি ছবির শ্যুটিং নিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁর বাড়ি পরিবর্তন হয়েছে এবং এর সঙ্গে জুড়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। কিন্তু কেন?


বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের সময়টা বেশ ভালোই কাটছে। দীর্ঘ লকডাউনেও নানা কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। কখনও সলমান খানের সঙ্গে তাঁদের পানভেলের ফার্মহাউজে ভিডিয়ো সং শ্যুট করেছেন, কখনও আবার নতুন ছবির শ্যুটিং করেছেন। নতুন বছরটিও দারুণ শুরু করেছেন নায়িকা। পর পর দুটি ছবির শ্যুটিং নিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁর বাড়ি পরিবর্তন হয়েছে এবং এর সঙ্গে জুড়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। কিন্তু কেন?


বলিউড সূত্রে খবর, জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের ভাড়া বাড়ি ছেড়ে চলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে। যার বাজারমূল্য জানা গিয়েছে অন্তত ৭ কোটি টাকা। জ্যাকি এতদিন বান্দ্রায় একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। মুম্বইতে যাওয়ার পর থেকে ওই ভাড়া বাড়িতেই রয়েছেন তিনি।


তবে সম্প্রতি শোনা যাচ্ছে, ২০১৮ সালে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস মিলে যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, ৭ কোটির সেই ফ্ল্যাটে গিয়ে এখন থেকে জ্যাকলিন থাকবেন। তবে প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে সেটি তিনি কিনে নিয়েছেন কিনা তা জানা যায়নি। প্রিয়াঙ্কাও জ্যাকলিনকে সেখানে থাকতে দিয়েছেন কিনা তাও এখনও স্পষ্ট নয়।


লকডাউনের সময়ও কোনও রকম অবসাদে না গিয়ে বরং নিজেকে কাজের মধ্যেই আটকে রেখেছিলেন জ্যাকলিন। তাঁর কাজই জীবনের অনুপ্রেরণা এবং তা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদী তিনি। তাঁকে কাজের ব্যাপারে জানতে চাওয়া হলে জ্যাকলিন বলেছেন, 'হ্যাঁ, আমার মুভি রিলিজ, প্রোমোশানস, সলমানের সঙ্গে গান, বাদশার সঙ্গে গান, ম্যাগাজিন শ্যুট এবং শো-- এমন নানা কিছু নিয়েই লকডাউন কাটল আমার। কাজের দিক থেকে লকডাউন ছিল না আমার, ভাগ্য ভালো।'


কাজের দিক থেকে সম্প্রতি শ্যুটিং শেষ করেছেন 'সার্কাস' নামের একটি ছবির। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রণবীর সিং ও পূজা হেগড়ে। রোহিত শেট্টি এই ছবির পরিচালনা করেছেন। এছাড়াও সইফ আলি খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতমের সঙ্গে 'ভূত পুলিশ'-এর শ্যুটিং শেষ করেছেন নায়িকা। এর পর তাঁকে দেখা যাবে 'বচ্চন পান্ডে' ও 'কিক ২' ছবিতেও।