

• শেষবারের মতো নায়ককে পর্দায় দেখতে হামলে পড়েছিল মানুষ । প্রিয় নায়ক যেন আরও একবার জীবন্ত হয়ে উঠেছিলেন তাঁদের সামনে, আরও একবার নাচলেন, গাইলেন, আনন্দ দিলেন....আর সর্বপরি পাঠ দিয়ে গেলেন জীবনকে বাঁচার ।


• সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ গত ২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে ।মুকেশ ছাবড়ার পরিচালনায় সঞ্জনা সংঘির সঙ্গে জুটি বেঁধে এটাই ছিল সুশান্তের শেষ সিনেমা । যা দেখে চোখের জলকে আটকে রাখতে পারেননি কোটি কোটি দর্শক। আর একই সঙ্গে সেই সিনেমা দেখতে গিয়ে কিছুক্ষণের জন্য ক্রাশ করে গিয়েছিল হটস্টার।


• সুশান্তকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। মাত্র একদিনেই ‘দিল বেচারা’র ভিউ হয় ৯৫ মিলিয়ন ।


• ভারতে সিনেমার টিকিটের গড় দম ২০০ টাকা । সেই হিসাবে সিনেমাহলে মুক্তি পেলে ওপেনিং শোয়েই ‘দিল বেচারা’র আয় হত প্রায় ২ হাজার কোটি টাকা।


• আইএমডিবি-তে ঘন্টা তিনেকের মধ্যেই ‘দিল বেচারা’ রেটিং পেয়েছে ১০ এর মধ্যে ৯.৯ অর্থাৎ প্রায় পুরো নম্বর।