ছেলে কেমন আছে? গত নভেম্বরে রিয়াকে হোয়াটসঅ্যাপ করেছিলেন সুশান্তের বাবা, উত্তর আসেনি
দেখা যাচ্ছে, মেসেজটিতে ব্লু টিক রয়েছে৷ অর্থাত্ রিয়া মেসেজ দেখেছেন৷ কিন্তু কোনও উত্তর দেননি৷ ওই একই দিনে ম্যানজার শ্রুতি মোদিকেও মেসেজ করেন সুশান্তের বাবা৷


সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং অনেক চেষ্টা করেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বা প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির সঙ্গে যোগাযোগ করার৷ সুশান্ত কেমন আছে, তার শরীর কেমন, তা জানতে চেয়ে রিয়াকে ২০১৯ সালের নভেম্বরে হোয়াটসঅ্যাপ করেছিলেন সুশান্তের বাবা৷


রিয়াকে করা সুশান্তের বাবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী রিয়াকে কে কে সিং লেখেন, 'যখন তুমি জেনেই গিয়েছো, আমি সুশান্তের বাবা, তা হলে কথা বললে না কেন? কী হয়েছে বলবে তো৷ বন্ধু হয়ে ওর (সুশান্ত) দেখভাল করছো, ওর চিকিত্সা করছো, আমারও তো অধিকার আছে সুশান্তের সম্পর্কে সব কিছু জানার৷ তাই আমাকেও ফোন করে ওর বিষয়ে সব কিছু বলো৷'


দেখা যাচ্ছে, মেসেজটিতে ব্লু টিক রয়েছে৷ অর্থাত্ রিয়া মেসেজ দেখেছেন৷ কিন্তু কোনও উত্তর দেননি৷ ওই একই দিনে ম্যানজার শ্রুতি মোদিকেও মেসেজ করেন সুশান্তের বাবা৷


সেই মেসেজে তিনি লেখেন, 'আমি জানি সুশান্তের সব ধার ও যাবতীয় বিষয় তুমি দেখভাল করো৷ সুশান্ত এখন কেমন আছে, সেটা জানতেই কথা বলতে চাইছি৷ কাল সুশান্তের সঙ্গে কথা হয়েছিল, তো ও বলল, ও খুব চাপে আছে৷ এবার তুমিই ভাবো, একজন বাবা হিসেবে এটা কতটা চিন্তার৷ তাই তোমার সঙ্গে কথা বলতে চাইছি৷ এখন তুমি যখন কথা বলতে চাইছো না, তা হলে আমি মুম্বই যেতে চাই৷ প্লেনের টিকিট পাঠাও প্লিজ৷'


গত মাসে রিয়ার বিরুদ্ধে এফআইআর করেন সুশান্তের বাবা৷ একাধিক অভিযোগের পাশাপাশি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেন তিনি৷