ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে।
2/ 6
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেতার। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। কবে বসবেন বিয়ের পিঁড়িতে, এই প্রশ্নের উত্তর দিতেই নাজেহাল অবস্থা সলমনের৷
3/ 6
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো-তে উপস্থিত হয়েছিলেন সলমন খান৷ সেখানেই ভক্তদের ব্যক্তিগত জীবন নিয়ে মনের কথা খোলসা করে বলেছেন অভিনেতা৷
4/ 6
বারবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সলমন এবারও তেমনটাই হল৷ অভিনেতা বলেন, বিয়ের পরিকল্পনা তো ছিল তবে সেটা বউ পাওয়ার জন্য নয়৷ সন্তানের জন্য ছিল৷ তবে দেশের আইন অনুযায়ী তা মোটেই সম্ভব নয়৷
5/ 6
'বিয়ে না করলেও একটা বাচ্চা হোক', এটা ভীষণভাবে চান সলমন খান৷ তবে বাবা হতে চাইলেই কি সেই সুযোগ পাবেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তবে কীভাবে সেটা সম্ভব হবে এবং তার জন্য ঠিক কী কী ব্যবস্থা করতে হবে এখন সেটাই দেখার৷
6/ 6
প্রেমের কপাল যে তার খারাপ, তা তিনি বারেবারেই বলেন৷ সলমনের কথায় কেউ এখন তাকে 'জান' বলে ভাবেন না৷ সকলেই কাছেই তিনি 'ভাই' হয়ে গেছেন৷
Salman Khan: 'বিয়ে না হলেও মনেপ্রাণে চেয়েছিলাম একটা বাচ্চা হোক', গোপন কথা ফাঁস করলেন সলমন
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেতার। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। কবে বসবেন বিয়ের পিঁড়িতে, এই প্রশ্নের উত্তর দিতেই নাজেহাল অবস্থা সলমনের৷
Salman Khan: 'বিয়ে না হলেও মনেপ্রাণে চেয়েছিলাম একটা বাচ্চা হোক', গোপন কথা ফাঁস করলেন সলমন
বারবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সলমন এবারও তেমনটাই হল৷ অভিনেতা বলেন, বিয়ের পরিকল্পনা তো ছিল তবে সেটা বউ পাওয়ার জন্য নয়৷ সন্তানের জন্য ছিল৷ তবে দেশের আইন অনুযায়ী তা মোটেই সম্ভব নয়৷
Salman Khan: 'বিয়ে না হলেও মনেপ্রাণে চেয়েছিলাম একটা বাচ্চা হোক', গোপন কথা ফাঁস করলেন সলমন
'বিয়ে না করলেও একটা বাচ্চা হোক', এটা ভীষণভাবে চান সলমন খান৷ তবে বাবা হতে চাইলেই কি সেই সুযোগ পাবেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তবে কীভাবে সেটা সম্ভব হবে এবং তার জন্য ঠিক কী কী ব্যবস্থা করতে হবে এখন সেটাই দেখার৷