পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর৷ সঙ্গে আছেন বাবা বনি কাপুর এবং বোন খুশি৷ তবে পরিবারের সদস্যদের পাশাপাশি জাহ্নবীর সঙ্গে দেখা গেল আরও একজনকে। চর্চা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি৷
2/ 9
জাহ্নবীর প্রেম জীবন নিয়েও চলছে তুমুল চর্চা৷ ‘ধড়কের’ পর শাহিদ কাপুরের পর ভাই ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রেম ঘিরে জোর চর্চা চলেছিল৷ সেই প্রেম এখন অতীত৷ তবে সম্প্রতি জাহ্নবীকে দেখা যাচ্ছে তাঁর অন্য এক পুরোনো প্রেমিকের সঙ্গে৷
3/ 9
বাবা এবং বোনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়া জাহ্নবীর পাশে দেখা গেল তাঁর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়াকে। জাহ্নবী এবং শিখর কখনই তাঁদের সম্পর্কে শিলমোহর বসাননি। একে অপরকে ডেট করছেন, এমন কথাও তাঁরা প্রকাশ্যে কখনও বলেননি৷ তবে সোশ্যাল মিডিয়াতে দু'জনে নিজেদের পোস্টে মন্তব্য করেন৷
4/ 9
জাহ্নবীর পরিবারের সঙ্গে শিখরকে দেখে ভক্তদের ধারণা কাপুর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন শিখর৷ সামনেই জাহ্নবীর জন্মদিন৷ ভক্তদের দাবি সেই জন্মদিন কাটাতেই জাহ্নবীর পরিবারের সঙ্গে সামিল হবেন শিখরও৷
5/ 9
জাহ্নবী এবং শিখরের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন করণ জোহরও ৷ তাঁর বিখ্যাত শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহর এসেছিলেন সারা এবং জাহ্নবী৷
6/ 9
সেখানেই করণ দুই অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেন তাঁরা দুই ভাইকে ডেট করছেন৷ শুনেই লজ্জায় লাল দুই নায়িকা৷ করণ ওই দুই ভাইয়ের নাম বলেননি, তবে সূত্রের খবর অনুযায়ী, এই দুই ভাই শিখর এবং বীর পাহাড়িয়া।
7/ 9
শোনা যায়, জাহ্নবীর সঙ্গে শিখরের এবং সারার সঙ্গে বীর পাহাড়িয়ার সম্পর্ক ছিল৷ বলিউডের নতুন প্রজন্মের এই দুই নায়িকার সঙ্গে দুই ভাই শিখর এবং বীরের বহু ছবি এক সময় ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
8/ 9
কিন্তু কে এই শিখর পাহাড়িয়া? যাকে ঘিরে এত চর্চা? শিখর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। সুশীল কুমার শিন্ডের তিন মেয়ে। শিখর স্মৃতি শিন্ডের ছেলে।
9/ 9
স্মৃতি শিন্ডের বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার সঙ্গে৷ শ্রীদেবী-কন্যার এই চর্চিত প্রাক্তন শিখর একজন পেশাদার পোলো খেলোয়াড়৷
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর৷ সঙ্গে আছেন বাবা বনি কাপুর এবং বোন খুশি৷ তবে পরিবারের সদস্যদের পাশাপাশি জাহ্নবীর সঙ্গে দেখা গেল আরও একজনকে। চর্চা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি৷
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
জাহ্নবীর প্রেম জীবন নিয়েও চলছে তুমুল চর্চা৷ ‘ধড়কের’ পর শাহিদ কাপুরের পর ভাই ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রেম ঘিরে জোর চর্চা চলেছিল৷ সেই প্রেম এখন অতীত৷ তবে সম্প্রতি জাহ্নবীকে দেখা যাচ্ছে তাঁর অন্য এক পুরোনো প্রেমিকের সঙ্গে৷
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
বাবা এবং বোনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়া জাহ্নবীর পাশে দেখা গেল তাঁর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়াকে। জাহ্নবী এবং শিখর কখনই তাঁদের সম্পর্কে শিলমোহর বসাননি। একে অপরকে ডেট করছেন, এমন কথাও তাঁরা প্রকাশ্যে কখনও বলেননি৷ তবে সোশ্যাল মিডিয়াতে দু'জনে নিজেদের পোস্টে মন্তব্য করেন৷
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
জাহ্নবীর পরিবারের সঙ্গে শিখরকে দেখে ভক্তদের ধারণা কাপুর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন শিখর৷ সামনেই জাহ্নবীর জন্মদিন৷ ভক্তদের দাবি সেই জন্মদিন কাটাতেই জাহ্নবীর পরিবারের সঙ্গে সামিল হবেন শিখরও৷
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
সেখানেই করণ দুই অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেন তাঁরা দুই ভাইকে ডেট করছেন৷ শুনেই লজ্জায় লাল দুই নায়িকা৷ করণ ওই দুই ভাইয়ের নাম বলেননি, তবে সূত্রের খবর অনুযায়ী, এই দুই ভাই শিখর এবং বীর পাহাড়িয়া।
পুরনো প্রেমেই যেন মজে! এক সুদর্শন পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী, কে তিনি
শোনা যায়, জাহ্নবীর সঙ্গে শিখরের এবং সারার সঙ্গে বীর পাহাড়িয়ার সম্পর্ক ছিল৷ বলিউডের নতুন প্রজন্মের এই দুই নায়িকার সঙ্গে দুই ভাই শিখর এবং বীরের বহু ছবি এক সময় ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷