• মীরা রাজপুতের সাধের অনুষ্ঠান ৷ তাতেই মাতোয়ারা কাপুর পরিবার ৷ রবিবার সেই সেলিব্রেশনের পরেই একের পর এক মিষ্টি ছবিতে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার দেওয়াল ৷
2/ 7
• ২০১৫-র ৭ জুলাই শাহিদ কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা ৷ ২০১৬-য় প্রথম সন্তান মিশা আসে তাঁদের পরিবারে ৷ মেয়ের বয়স বছর খানেক হতে না হতেই ফের অন্তঃসত্ত্বা মীরা ৷
3/ 7
• প্রেগন্যান্সি গ্লো-তে ঝকঝক করছেন শাহিদপত্নী ৷ গতকাল ছিল বেবি শাওয়ারের অনুষ্ঠান ৷ বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের নিয়ে জমাটি অনুষ্ঠানে কেক কাটলেন মম-টু-বি মীরা ৷
4/ 7
• সাদা-কালো পোলকা ডটের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন তিনি ৷ সবসময়ের মতো এদিনও মীরার ইউএসপি ছিল নো-মেকআপ লুকস ৷
5/ 7
• বেবি শাওয়ার স্পেশ্যাল লেমন থিম কেক ছিল এদিন ৷ হবু বাবা-মা একসঙ্গে সেই কেক কাটলেন ৷
6/ 7
• বন্ধুদের সঙ্গে পোজ দেওয়াও চলল নিয়মমাফিক ৷
7/ 7
• বেবি কোলেও পোজ দিলেন মীরা ৷ ভাববেন না এই সেই বেবি নং ২ ৷ এই খুদে সেলেব সেফ শিলার্না ভেজের মেয়ে ৷ এশা দেওলের ‘না তুম জোনো না হম’ ছবিতে ছিলেন শিলার্না ৷