হোম » ছবি » বিনোদন » ‘অপুষ্টিতে ভুগছেন বেবো’, সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ব্যপক ট্রোলড হলেন করি
‘অপুষ্টিতে ভুগছেন বেবো’, সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ব্যপক ট্রোলড হলেন করিনা
Bangla Editor
1/ 8
• দেশে প্রচণ্ড গরম ৷ বাড়ি থেকে বেরলেই ঝাঁ ঝাঁ করছে রোদ ৷ কিন্তু সেই রোদই যদি আরামদায়ক হয়? তাহলে নিশ্চয়ই চরম রোদে ট্যান হতে হতেও পোজ দিয়ে সেলফি তোলা যায় ৷ এমনটাই করলেন করিনা কাপুর খান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 8
• দেশ থেকে উধাও হয়ে এখন তাস্কানিতে হলিডে কাটাচ্ছেন গোটা পতৌদি পরিবার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 8
• সেখান থেকেই ছবি শেয়ার করলেন সইফ-করিনা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 8
• ফ্লোরাল ড্রেসে মিষ্টি দেখাচ্ছিল করিনাকে ৷ ছোট্ট তৈমুরকে কোলে নিয়ে সপরিবারে পোজ দিলেন সইফ-করিনা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 8
• সানকিসড একটি সেলফিও পোস্ট করলেন বেবো ৷ আর সেখানেই গোল বাঁধল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 8
• করিনার সেই বিনা মেকআপের ক্লোজআপ সেলফি দেখে এক হাত নিলেন নেটিজেনরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
7/ 8
• বেশিরভাগই বললেন করিনাকে ‘আন্টি’ লাগছে দেখতে ৷ কেই আবার বললেন, ওঁকে একটু গ্লুকোজ দাও, অনেকের মনে হয়েছে তিনি অপুষ্টিতে ভুগছেন ৷ কেউ বলেছেন, তাঁকে খুব বুড়োটে লাগছে। কারোর মতে, বড্ড ফ্যাকাশে লাগছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
8/ 8
• যদিও করিনার ভক্তরা সঙ্গে সঙ্গে করিনার হয়ে পাল্টা মন্তব্য করে বলেছেন, ‘ওল্ড ইজ গোল্ড', সেলফিটি খুবই ‘গর্জাস'। ছবি: ইনস্টাগ্রাম ৷