এর পরে ‘গুপ্ত’, ‘সৈনিক’-এর মতো ছবিও ভক্তদের উপহার দিয়েছিলেন অভিনেতা। ‘গুপ্ত’ ছবিতে ববির বিপরীতে ছিলেন মনীষা কৈরালা এবং কাজল। এই ছবি মুক্তি পাওয়ার পরে তা ব্লকবাস্টার তকমা পেয়েছিল। এর পর একে একে মুক্তি পেয়েছিল ববি অভিনীত ‘করিব’, ‘সোলজার’, ‘বাদল’, ‘স্করপিয়ন’ এবং ‘আশিক’-এর মতো ছবি। যা ধীরে ধীরে সুপারস্টার বানিয়ে দিয়েছিল অভিনেতাকে। তবে তাঁর সাফল্যের এই ধারা বেশি দিন স্থায়ী হয়নি। কারণ এর পর ধীরে ধীরে ববি দেওলের একের পর এক ছবি ফ্লপ করতে শুরু করে। ফলে তাঁর হাতে কাজও কমতে থাকে।
এর পর ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘বরসাত’। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসুর সঙ্গে দেখা গিয়েছিল ববিকে। তবে এই ছবিটি বক্স অফিসে বিশেষ কামাল দেখাতে পারেনি। বক্স অফিসের হিসেব অনুযায়ী, ফ্লপ করে বরসাত ছবিটি। এর পরে স্টারডম থেকে একেবারেই দূরে সরে যান ববি। এমনকী নিজের কেরিয়ারের ভেঙে যাওয়ার পিছনে এই ছবিটির কিছুটা হলেও হাত আছে বলে মনে করেন খোদ ববি। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন যে, তিনি নিজেই তাঁর ব্যর্থতার কারণ ছিলেন।