হোম » ছবি » বিনোদন » ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! কেরিয়ারে প্রচুর উত্থান-পতন ববির

Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

  • 16

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    এক ‘বরসাত’ তৈরি করেছিল কেরিয়ার। ১০ বছর পরের আর এক ‘বরসাত’ নষ্ট করেছিল কেরিয়ার। এমনই এক আশ্চর্য বিষয়ের সাক্ষী থেকেছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা ববি দেওল।অনেকেই হয়তো জানেন না, ধর্মেন্দ্র-পুত্রের কেরিয়ারে রয়েছে একই নামের দুই ছবি! সেই গল্পই আজ শুনে নেওয়া যাক।

    MORE
    GALLERIES

  • 26

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির হাত ধরে রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন বলিউড তারকা ধর্মেন্দ্রের ছোট ছেলে ববি দেওল। ওই ছবিতে আবার ববির পাশাপাশি আর এক স্টার কিডের ডেবিউ হয়েছিল। তিনি আর কেউই নন, রাজেশ খান্না আর ডিম্পল কাপাডিয়ার কন্যা ট্যুইঙ্কল খান্না। দুই স্টারকিড-এর জুটিকে ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছিল।

    MORE
    GALLERIES

  • 36

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    ফলে ছবি মুক্তির সঙ্গে সঙ্গে তা বক্স অফিস তোলপাড় করে দেয়। এমনকী ছবির গানগুলিও হিট হয়। আর রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন ববি। এই ছবির পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। অর্থাৎ ১৯৯৫ সালের ‘বরসাত’ ববির কেরিয়ারকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল।

    MORE
    GALLERIES

  • 46

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    এর পরে ‘গুপ্ত’, ‘সৈনিক’-এর মতো ছবিও ভক্তদের উপহার দিয়েছিলেন অভিনেতা। ‘গুপ্ত’ ছবিতে ববির বিপরীতে ছিলেন মনীষা কৈরালা এবং কাজল। এই ছবি মুক্তি পাওয়ার পরে তা ব্লকবাস্টার তকমা পেয়েছিল। এর পর একে একে মুক্তি পেয়েছিল ববি অভিনীত ‘করিব’, ‘সোলজার’, ‘বাদল’, ‘স্করপিয়ন’ এবং ‘আশিক’-এর মতো ছবি। যা ধীরে ধীরে সুপারস্টার বানিয়ে দিয়েছিল অভিনেতাকে। তবে তাঁর সাফল্যের এই ধারা বেশি দিন স্থায়ী হয়নি। কারণ এর পর ধীরে ধীরে ববি দেওলের একের পর এক ছবি ফ্লপ করতে শুরু করে। ফলে তাঁর হাতে কাজও কমতে থাকে।

    MORE
    GALLERIES

  • 56

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    এর পর ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘বরসাত’। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসুর সঙ্গে দেখা গিয়েছিল ববিকে। তবে এই ছবিটি বক্স অফিসে বিশেষ কামাল দেখাতে পারেনি। বক্স অফিসের হিসেব অনুযায়ী, ফ্লপ করে বরসাত ছবিটি। এর পরে স্টারডম থেকে একেবারেই দূরে সরে যান ববি। এমনকী নিজের কেরিয়ারের ভেঙে যাওয়ার পিছনে এই ছবিটির কিছুটা হলেও হাত আছে বলে মনে করেন খোদ ববি। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন যে, তিনি নিজেই তাঁর ব্যর্থতার কারণ ছিলেন।

    MORE
    GALLERIES

  • 66

    Bobby Deol: ১০ বছরের ব্যবধানে একই নামের দুই ছবিতে অভিনয়! ফিল্মি ধাঁচেই কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন ববি দেওল

    অবশ্য ২০১৮ সালে ‘রেস ৩’ ছবির হাত ধরে রুপোলি দুনিয়ায় কামব্যাক করেন ধর্মেন্দ্র-পুত্র। এখানেই শেষ নয়, ওটিটি-তেও ডেবিউ করেছিলেন তিনি। ‘আশ্রম’ ওয়েবসিরিজে ববি দেওলের বলিষ্ঠ অভিনয় সর্বত্র প্রশংসিত হয়েছিল। ফলে সব মিলিয়ে কেরিয়ারের এই দ্বিতীয় ইনিংসে আরও এক বার সাফল্য অর্জন করেছেন তিনি।

    MORE
    GALLERIES