1/ 4


দেখুন কেমন বিপাকে পড়লেন ‘মসিহা’ সোনু সুদ ৷ করোনা কালে যেভাবে মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সোনু, তা সত্যিই প্রশংসাযোগ্য ৷ লক্ষ লক্ষ মানুষকে পৌঁছে দিয়েছিলেন নিজের বাড়িতে ৷ কাউকে ঘর দিয়েছেন, কাউকে দিয়েছেন চাকরী ৷ বিহারে তো তাঁর মূর্তিও গড়া হয়েছে ৷ তৈরি হয়েছে তাঁর নামে মন্দির ৷ সেই সোনুই এবার পড়লেন ফাঁপড়ে !
2/ 4


তা হঠাৎ কী হলো সোনুর ? এএনআই সংবাদ সূত্রের খবর অনুযায়ী, সোনু নাকি তাঁর বাড়িকে হোটেল রূপান্তরিত করেছেন ৷ আর সেই কারণেই বৃহণ্মুম্বই পুরনিগম থানায় অভিযোগ জানিয়েছেন সোনুর নামে !
3/ 4


অভিযোগ অনুযায়ী, সোনু তাঁর জুহুর ৬ তলা ব্লিন্ডিংয়ের বাড়িতে হোটেল বানিয়েছেন বিএমসি-কে না জানিয়েই ৷