1/ 5


মাঝরাতে জন্মদিন পালন করলেন নায়িকা মনামী ঘোষ। ঠিক রাত ১২ টায় পরিবার ও বন্ধুদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন তিনি।
2/ 5


একটি রিয়্যালিটি নাচের শো-এর বিচারক মনামী। প্রতিদিন খুব ব্যস্ততার মধ্যে কাটে। তবে জন্মদিন কোনও কাজ রাখেননি তিনি।
3/ 5


পরিবার ও বন্ধুদের সঙ্গে বাড়িতেই জন্মদিন কাটালেন মনামী।খুব অল্প বয়স থেকে অভিনয় করতে শুরু করেন মনামী।
4/ 5


তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক সাত কাহন। প্রায় ৩০ টির ওপর ধারাবাহিকে কাজ করে ফেলেছেন মনামী। পাশাপাশি চলছে ছবিতে অভিনয়ও।