বিতর্কে থাকাটা একেবারে যেন অভ্যাস হয়ে গিয়েছে বিপাশা বসুর ৷ তাই নতুন বিতর্কে না গেলে বিপাশার যেন রাতে ঘুমই হয় না ৷ সেই প্রেম থেকে শুরু ৷ একের পর এক পুরুষের সঙ্গে প্রেম করে একসময় তো গুঞ্জনে সুপারহিট ! এবার না হয় করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন তিনি ৷ তাবলে কী বিতর্ক থেমেছে ? না, তা আর কপালে নেই বিপাশা বসুর ৷ বিপাশা মানেই বিতর্ক চলছে ৷ এবার অবশ্য অন্যরকম এক বিতর্কে পা দিলেন বিপাশা...