হোম » ছবি » বিনোদন » Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
Bangla Editor
1/ 8
অব পাল্টেগা সিন, কিঁউ কি বিগ বস দেগা ২০২০ কো জবাব'- এই থিমেই সেজে উঠেছে চর্চিত শো 'Biggboss-14' -এর নতুন সিজন। অনেক নতুন চমক নিয়ে আসছে সিজন ১৪। হয়ে গেল এই শোয়ের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক। হাজির নিউজ 18 বাংলা।
2/ 8
৩ অক্টোবর থেকে সম্প্রচারিত হবে 'বিগ বস' এর নতুন সিজন। শো শুরু হওয়ার ১৪ দিন পর থাকছে অপ্রত্যাশিত টুইস্ট।
3/ 8
'বিগ বস' হাউসে ঢোকার আগে প্রতিটি প্রতিযোগীকে থাকতে হবে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে। তারপর করা হবে করোনা টেস্ট। রিপোর্ট নেগেটিভ হলেই, হাউসে এন্ট্রি পাবেন তিনি।
4/ 8
স্বাভাবিক জীবনের ছোঁয়া দেওয়ার জন্য প্রথমবার 'বিগ বস' হাউসে থাকছে স্পা, সালো, মুভি থিয়েটার ও শপিং মল।
5/ 8
এই শোয়ের মধ্যমণি সলমন খান, ছোট পর্দায় ফিরতে পেরে খুব খুশি। তাঁর কথায়, 'এই শো শুধু বিনোদন দেয় না, অনেক মানুষের কর্মসংস্থানও করে। এই পরিস্থিতিতে যেটা সব চেয়ে প্রয়োজন।'
6/ 8
হুল্লোড় করে মাতিয়ে দিলেন সলমন। বিগত সিজনের প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা, হিনা খান, গহর খান যোগ দেন এই ভার্চুয়াল মিটে। তাঁদের সঙ্গেও হাসি ঠাট্টা করেন সল্লু ভাই।
ক্রু মেম্বার ও 'বিগ বস'-এর বাড়িতে, বিশেষ নজর দেওয়া হবে স্যানিটাইজেশনের দিকে। নিয়মিত তাপমাত্রা চেক করা হবে। ppe কিট ব্যবহার করা হবে কিছু ডিপার্টমেন্ট-এ। শিফটে কাজ করবেন লোকজন, যাতে একই সময় প্রচুর মানুষের ভিড় না হয়।
Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
'বিগ বস' হাউসে ঢোকার আগে প্রতিটি প্রতিযোগীকে থাকতে হবে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে। তারপর করা হবে করোনা টেস্ট। রিপোর্ট নেগেটিভ হলেই, হাউসে এন্ট্রি পাবেন তিনি।
Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
এই শোয়ের মধ্যমণি সলমন খান, ছোট পর্দায় ফিরতে পেরে খুব খুশি। তাঁর কথায়, 'এই শো শুধু বিনোদন দেয় না, অনেক মানুষের কর্মসংস্থানও করে। এই পরিস্থিতিতে যেটা সব চেয়ে প্রয়োজন।'
Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
হুল্লোড় করে মাতিয়ে দিলেন সলমন। বিগত সিজনের প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা, হিনা খান, গহর খান যোগ দেন এই ভার্চুয়াল মিটে। তাঁদের সঙ্গেও হাসি ঠাট্টা করেন সল্লু ভাই।
Bigg Boss 14-র ঘরে থাকছে গোটা একটা শপিংমল, থিয়েটার ও আরও অনেক কিছু ! দেখুন ছবি
ক্রু মেম্বার ও 'বিগ বস'-এর বাড়িতে, বিশেষ নজর দেওয়া হবে স্যানিটাইজেশনের দিকে। নিয়মিত তাপমাত্রা চেক করা হবে। ppe কিট ব্যবহার করা হবে কিছু ডিপার্টমেন্ট-এ। শিফটে কাজ করবেন লোকজন, যাতে একই সময় প্রচুর মানুষের ভিড় না হয়।