টিভি অভিনেত্রী হিনা খান প্রায় সব সময়েই তাঁর স্টাইলিশ লুকের জন্য খবরের শিরোনামে থাকেন ৷ হিনা খান সব সময়েই তাঁর সুন্দর ছবির ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন ৷ যা দেখে তাঁর ভক্তরা সব সময়েই প্রশংসা করেন ৷ বিগ বস ১১-তে হিনা খান তাঁর সুন্দর লুকে সবাইকে মাত দিয়েছিলেন ৷ তাঁর রূপের ছটায় সবাই পাগল হয়ে গিয়েছিলেন ৷ ফের একবার তেমনই কার্যকলাপ করতে দেখতে পাওয়া গিয়েছে হিনা খানকে ৷ বিগ বস ১৪ সিনিয়র হিসাবেই উপস্থিত হয়েছেন ৷ এমনই স্টাইলিশ লুকে নিজেকে পেশ করেছেন যা দেখে চোখ কোনও ভাবেই ঘোরানো যাচ্ছেনা ৷ (Photo Credit: instagram/@realhinakhan).