ভোজপুরী ছবিতে অভিনয় করেন এমন বহু অভিনেত্রী আছেন যাঁদের অভিনয় দারুণ একই সঙ্গে সৌন্দর্যে পরিপূর্ণও বটে ৷ সুন্দরীদের তালিকা এতটাই দীর্ঘ যে একবার নাম শুরু করলে শেষ সহজে হবেনা ৷ এঁদের মধ্যে অন্যতম কাজল রাঘবানী (Kajal Raghwani), যামিনী সিং (Yamini Singh), অক্ষরা সিং (Akshara Singh), মোনালিসা (Monalisa) সেই তালিকার অন্যতম গ্ল্যামারাস নায়িকা আয়শা কাশ্যপ অপ্সরা (Ayasha Kashyap Apsara) ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ) ৷
আয়েশা সিং এখনও পর্যন্ত তাঁর কেরিয়ার সুপারস্টার পবন সিং (Pawan Singh), খেসারিলাল যাদব, গুঞ্জন সিং ও রীতেশ পান্ডের সঙ্গে বেশ কিছু গানের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন ৷ জানু জি সহি গানটি বাম্পার হিট করেছিল সেই সময়ে ৷ রীতেশের সঙ্গে দারুণ গান জানু জি সহি বাম্পার হিট করেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ) ৷