তার ভাই আলী আর বৌদি রুক্সানাই তাকে নিজেদের মেয়ের মতো করে মানুষ করেছে। অন্যদিকে গল্পের নায়ক রাহুল এখন চাকরি পায়নি, খোঁজ চালিয়ে যাচ্ছে। ঘটনাচক্রে তাদের পরিচয় হয়, ধীরে ধীরে তা ভালবাসার দিকে মোড় নেয়। তবে এই ভালবাসায় বাদ সাধে জান্নাতের দাদা আলী। শেষ পর্যন্ত আলীর চক্রান্ত ব্যর্থ করে কী মিল হবে রাহুল-জান্নাতের না কি বিচ্ছেদ? সেই নিয়েই এই ছবির গল্প।
পরিচালক এই ছবি নিয়ে বলেন " 'জান্নাত' একটি প্রেমের গল্প। এমন একটি গল্প যেটা আমাদের সকলের গল্প, যেটা এখনকার জেনারেশন ভুলেই গিয়েছে। এটি একটি রোমান্টিক ড্রামা, আশা রাখি যাদের উদ্দেশ্যে বানানো তাদের ভালো লাগবে, আর সেটাই আমার পাওনা। এই গল্পের জন্য আমি এমন কাউকে চাইছিলাম যে আমার গল্পের চরিত্রর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যেতে পারবে। তাই রাহুলের চরিত্র নতুন মুখ নেওয়া। আমাদের এখানে তেমন কোনও নতুন আর্টিস্ট নেই, সেইদিক থেকে দেখতে গেলে ইন্ডাস্ট্রিকে একটা নতুন আর্টিস্ট দেওয়ারও চেষ্টা করছি। আশা রাখি সকলে পাশে থাকবেন।"