পরনে পাঠান স্যুট, বউকে পাশে নিয়ে করবা চৌথে ছবি পোস্ট করলেন জিৎ
গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে করবা চৌথ ৷ স্বামীর লম্বা আয়ুর জন্যই মূলত, স্ত্রীয়েরা এই করবা চৌথ পালন করে থাকেন ৷ সাধারণ থেকে সেলিব্রিটি সবাই-ই করবা চৌথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৷
1/ 3


বলিউড সেলেবদের পাশাপাশি নজরে পড়ল টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক নায়ক জিতের স্ত্রীও করবা চৌথ পালন করেছেন ৷
2/ 3


ইনস্টাগ্রামে স্ত্রীকে পাশে নিয়ে ছবি দিলেন জিৎ ৷ ধূসর রঙের পাঠান স্যুটে নজর কাড়লেন নায়ক ৷ পাশে স্ত্রী গোলাপি পোশাকে একেবারে রাজজটক !