বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় ওঠানামা লেগেই থাকে। কিন্তু প্রথম দুইয়ে এই সপ্তাহেও সেই গাঁটছড়া ও মিঠাই। কে কাকে টেক্কা দিল দেখে নেওয়া যাক। নাকি রয়েছে অন্য কোনও ট্য়ুইস্ট।
2/ 7
স্টার জলসার গাঁটছড়া এই সপ্তাহে এক নম্বরে। খড়ি আর ঋদ্ধিমানের রসায়ন নজর কাড়ছে দর্শকদের। এর রেটিং পয়েন্ট ৮.৫।
3/ 7
দুই নম্বরে রয়েছে জি বাংলার মিঠাই। কিন্তু এখানেই রয়েছে একটা ট্যুইস্ট। একই রেটিং পয়েন্ট পেয়ে দুই নম্বরে স্টার জলসার ধুলোকণাও। রেটিং পয়েন্ট ৮.১।
4/ 7
তিন নম্বরে রয়েছে জি বাংলার গৌরী এলো। এর রেটিং পয়েন্ট ৭.৮। চার নম্বরে স্টার জলসার আলতা ফড়িং যার রেটিং পয়েন্ট ৭.৭।
5/ 7
পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। রেটিং পয়েন্ট ৬.৯। ছয় নম্বরে এই সপ্তাহে তিনটি ধারাবাহিক। জি বাংলার উমা, স্টার জলসার মন ফাগুন এবং আয় তবে সহচরী। তিনটিরই রেটিং পয়েন্ট ৬.৬।
6/ 7
সাত নম্বরে রয়েছে দুটি ধারাবাহিক- স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার পিলু। রেটিং পয়েন্ট ৬.১। আট নম্বরে রয়েছে দুটি নতুন ধারাবাহিক- লালকুঠি এবং বৌমা একঘর। রেটিং পয়েন্ট ৪.৬।
7/ 7
নয় নম্বরে স্টার জলসার গোধূলি আলাপ এবং জি বাংলার এই পথ যদি না শেষ হয়, এবং সর্বজয়া। ১০ নম্বরে জি বাংলার উড়ন তুবড়ি যার রেটিং পয়েন্ট ৩.৩।