সাল ১৯৯৩। মুক্তি পেয়েছিল 'বাজিগর'। ধূসর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। তবে তিনি একা নন, গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়। স্বল্পভাষী, মুখচোরা পুলিশ ইনস্পেক্টর করণ সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।