বলিউডের স্টাকিড-দের মধ্যে অন্যতম শুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন আথিয়া আর ক্রিকেটার কে এল রাহুল। ইদানীং একসঙ্গে বাড়ি ভাড়া নিয়ে লিভ-ইনও করছেন দু’জনে। রণবীর- আলিয়ার বাড়ির কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে দু’জনে একসঙ্গে থাকা শুরু করেছেন বেশ কিছু দিন হল। সামনেই কি আথিয়া আর রাহুলের বিয়ে? এই জল্পনা অবশ্য হেসেই উড়িয়ে দেন অভিনেত্রীর পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আথিয়াকে নিয়ে এসেছিলেন সলমন খান, 'হিরপ' সিনেমায় তাঁকে লঞ্চ করেন সল্লু সলমন খান তাঁকে বড় পর্দায় লঞ্চ করলেও আথিয়ার কিন্তু পছন্দ বেসি শাহরুখ খানকেই! আথিয়া জানান, বাবা সুনীলের সঙ্গে গিয়েছিলেন ‘ম্যায় হুঁ না’র সেটে। সেখানেই আলাপ হয়েছিল শাহরুখের সঙ্গে। তিন খানের সঙ্গে কাজ করতে চান। যে দিন সুযোগ মিলবে, সে দিন আর কোনও দিকে তাকাবেন না সুনীল-কন্যা।