সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন অর্জুন। জানালেন, কীভাবে তাঁদের সম্পর্কের সমীকরণের বিবর্তন হয়েছেন। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্জুন বলছেন, "আমরা পরিকল্পনা করে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনিনি। আমরা বিষয়টি নিয়ে কথা বলে প্রকাশ্যে এনেছিলাম এমন না। নিজে থেকেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। একটা সময়ে আমরা মনে করলাম, সমস্ত রকমের জল্পনা, গুজবের আমরা সম্মুখীন করতে প্রস্তুত। তখনই আমরা বিষয়টি হতে দিই।"
অভিনেতা বলছেন "এই সম্পর্কে আমরা প্রথম থেকে পরস্পরের পাশে ছিলাম। সমস্ত রকমের জল্পনা, সোশ্যাল মিডিয়ার বিষাক্ত অপ্রয়োজনীয় ভাবনার পরেও আমরা পরস্পরের পাশে থেকেছি। বহুদিন হয়েছে, আমাদের কাছে সবটা নরকের মতো হয়ে উঠেছে। সম্পর্কের কথা খোলাখুলি বলায় মালাইকাকে অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু আমাকে ও আমাদের সম্পর্ককে এতটা সম্মান দেওয়ার জন্য আমি ওকে শ্রদ্ধা করি। মালাইকার পাশে থাকা আমার কাছে সব সময়ই দারুণ একটা ব্যপার। আমার সব সময়ে এটাই ঠিক মনে হয়েছে।"