ছবির বিষয়ে বলতে গিয়ে লেখক পরিচালক অরিত্র জানালেন, " ছবির কাহিনির মূলে একজন কনট্র্যাক্ট কিলারের গল্প। তাকে একটি মেয়েকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই হত্যাকারী ধীরে ধীরে মেয়েটিকে ভালবেসে ফেলে। সে কি আদৌ পারবে মেয়েটিকে খুন করতে? নাকি, সমস্ত বিপর্যয় পেরিয়ে তাকে বাঁচিয়ে রাখাই হবে তার লক্ষ্য? সেটাই বলবে আমার এই ছবি।"
এই ছবি একেবারে স্বাধীন ভাবে তৈরী একটা পুরোদস্তুর কমার্শিয়াল প্রচেষ্টা বলা যায়। দক্ষিণের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বলিউড, সব জায়গাতেই বাণিজ্যিক ভাবে সফল জয় জয়কার, আর বাংলাতেও এর বিপুল চাহিদা রয়েছে । পরিচালক আরও জানিয়েছেন, 'বাংলার এই সমস্ত কমার্শিয়াল ছবির দর্শকদের কথা মাথায় রেখেই আমার এই ছবি তৈরী করছি। খুবই সীমিত বাজেটের মধ্যে আমরা কমার্শিয়াল ছবির লার্জার দ্যান লাইফ ফ্লেবার এই ছবিতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ছবি সকলের ভাল লাগবে।"