২৫ এপ্রিল। ৩৬-এ পা দিলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলের পৈতৃক ভিটে যদিও বাংলায় নয়। কিন্তু বাঙালি মায়ের রক্ত বইছে তাঁর শরীরে। তাই বাঙালিরা তাঁকে বাংলার ঘরের ছেলে হিসেবেই মানে।
2/ 7
তাঁর গান শুনেই রোজ হয়তো নতুন করে প্রেমে পড়ছেন কত মানুষ। তবে কেবল তাঁর গানই যে তাঁকে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছে, তা নয়।
3/ 7
জিয়াগঞ্জের ছেলে তাঁর জন্মস্থানে মানব কল্যাণমূলক কাজ করে চলেছেন বহু বছর ধরে। তাতে আরওই তাঁর প্রতি শ্রদ্ধা বেড়েছে মানুষের। তাঁর জীবনের অজানা কিছু গল্পে ফিরে দেখা যাক।
4/ 7
অরিজিতের মা নিজেও একজন সঙ্গীতশিল্পী ছিলেন। ছোটবেলায় মা গান গাইলে তিনি পাশে বসে তবলা বাজাতেন। অরিজিতের বাবা কক্কর সিং পঞ্জাবি। শিখ ধর্মাবলম্বী।
5/ 7
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এ অংশ নিয়েও জয়ী হতে পারেননি অরিজিৎ। কিন্তু দর্শকের মনজয় করেছিলেন তিনি। পাশাপাশি তাঁর কণ্ঠস্বর কানে লেগেছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির।
6/ 7
‘সাওয়ারিয়া’ ছবির ‘ইউ শবনামি’ গানটি অরিজিৎকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল। কিন্তু সেটা মুক্তি পায়নি। পরে গানটি গাওয়ানো হয় পার্থিব গোহিলকে দিয়ে।
7/ 7
তবে এই বছরের জন্মদিনে তাঁর কিছু ভক্তের দাবি, বনশালি যেন তাঁর জন্মদিনে এই অপ্রকাশিত গান মুক্তি দেওয়ার চেষ্টা করেন। যাতে অরিজিতের গলায় আরও একবার সেই জনপ্রিয় গানটি নতুন ভাবে শুনতে পারে ভক্তরা।
Arijit Singh Birthday: অরিজিৎকে দিয়ে গাইয়ে রিলিজ করেননি বনশালি, গায়কের জন্মদিনে ফিরে দেখা, কোন গান জানেন কি
২৫ এপ্রিল। ৩৬-এ পা দিলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলের পৈতৃক ভিটে যদিও বাংলায় নয়। কিন্তু বাঙালি মায়ের রক্ত বইছে তাঁর শরীরে। তাই বাঙালিরা তাঁকে বাংলার ঘরের ছেলে হিসেবেই মানে।
Arijit Singh Birthday: অরিজিৎকে দিয়ে গাইয়ে রিলিজ করেননি বনশালি, গায়কের জন্মদিনে ফিরে দেখা, কোন গান জানেন কি
জিয়াগঞ্জের ছেলে তাঁর জন্মস্থানে মানব কল্যাণমূলক কাজ করে চলেছেন বহু বছর ধরে। তাতে আরওই তাঁর প্রতি শ্রদ্ধা বেড়েছে মানুষের। তাঁর জীবনের অজানা কিছু গল্পে ফিরে দেখা যাক।
Arijit Singh Birthday: অরিজিৎকে দিয়ে গাইয়ে রিলিজ করেননি বনশালি, গায়কের জন্মদিনে ফিরে দেখা, কোন গান জানেন কি
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এ অংশ নিয়েও জয়ী হতে পারেননি অরিজিৎ। কিন্তু দর্শকের মনজয় করেছিলেন তিনি। পাশাপাশি তাঁর কণ্ঠস্বর কানে লেগেছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির।
Arijit Singh Birthday: অরিজিৎকে দিয়ে গাইয়ে রিলিজ করেননি বনশালি, গায়কের জন্মদিনে ফিরে দেখা, কোন গান জানেন কি
তবে এই বছরের জন্মদিনে তাঁর কিছু ভক্তের দাবি, বনশালি যেন তাঁর জন্মদিনে এই অপ্রকাশিত গান মুক্তি দেওয়ার চেষ্টা করেন। যাতে অরিজিতের গলায় আরও একবার সেই জনপ্রিয় গানটি নতুন ভাবে শুনতে পারে ভক্তরা।