1/ 4


‘ফেমগুরু’ থেকে প্রকাশ্যে আসা ৷ তবে ভালো গান গেয়েও, ফেমগুরুকুলের সেরা হতে পারেননি অরিজিৎ সিং ৷ তবে এ ঘটনা অনেক পুরনো ৷ আজ বলিউডে হিট গান মানেই অরিজিৎ সিং ! ২৫ এপ্রিল অরিজিৎ সিং পা দিলেন ৩০ বছরে ৷
2/ 4


নরম স্বভাবের মানুষ ৷ নিজের গানের জগতেই থাকেন সবচেয়ে বেশি ৷ তবে মুর্শিদাবাদে নিজের বাড়িতে এলে, স্টার নয় সে, একেবারেই পাড়ার সেই মিষ্টি ছেলে অরিজিৎ ৷
3/ 4


বলিউডের স্পটলাইটে আসা মূলত ‘আশিকি টু’ থেকেই ৷ তারপর একে একে সুপারহিট সব গান ৷ ‘তেরি গলিয়াঁ’ হোক বা ‘তেনু সমজা’ ৷ রোমান্টিক থেকে জমজমাট গান সবেতেই সমান কামাল দেখিয়েছেন অরিজিৎ ৷ গানের সঙ্গে সঙ্গে ভালো তবলাও বাজাতে পারেন অরিজিৎ ৷ বাজাতে পারেন পিয়ানো, গিটারও ৷ নিজেকে গায়ক ও সঙ্গীত পরিচালক দুই-ই বলতে চান অরিজিৎ সিং ৷