হোম » ছবি » বিনোদন » ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে, আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

  • Bangla Digital Desk

  • 16

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    অপরাজিতা আঢ্য। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। অপরাজিতা তাঁর অভিনয়ের জাদুতে জিতেছেন সকলের মন। তাঁর ভুবন ভোলানো হাসি ও মিষ্টি স্বভাবের জন্য দর্শক থেকে টলিপাড়া সকলের প্রিয় তিনি। অপার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে দক্ষ অভিনেত্রীর মুখ। বাংলা সিরিয়াল থেকে বাংলা ছবি সবেতেই অভিনয় করে সেরার স্থান নিয়েছেন নায়িকা। শুধু টলিউড নয় বলিউডেও পা রেখেছেন তিনি। 'মেরি  প্যায়ারি বিন্দু' ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে তাঁর অভিনয় মন কেড়েছিল সকলের। টলিউডের জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। photo source Instagram

    MORE
    GALLERIES

  • 26

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    অপরাজিতা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিশেষকরে ইনস্টাগ্রামে। সেখানে মাঝে মধ্যেই মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে নাচ থেকে শুরু করে বেড়াতে যাওয়ার ছবি ভিডিও সব পোস্ট করেন তিনি। তবে শুধু অভিনয়ে তিনি নিজেকে বেঁধে রাখেননি। নিজে শুরু করেছেন গল্প লেখার কাজও। সেই সঙ্গে নাচ তো আছেই। photo source Instagram

    MORE
    GALLERIES

  • 36

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    অপরাজিতার প্রেম ও বিয়েও অনেকটা গল্পের মতো। ১৯ বছর বয়সী অপরাজিতাকে প্রথম বার দেখেই ভালোবেসে ফেলেছিলেন অতনু হাজরা। অভিনয়ের সূত্রেই আলাপ তাঁদের। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন অতনু।photo source Instagram

    MORE
    GALLERIES

  • 46

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    প্রথম দেখা থেকে প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত। কিন্তু নায়িকার পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। প্রথমে পরিবার অনেক বুঝিয়েছিলেন তাঁরা। অবশেষে কেউ রাজি না থাকলেও বিয়ে করে নেন তাঁরা। তবে অতনুর বাবা মা এই বিয়েতে মত দিয়েছিলেন। ধীরে ধীরে দুই পরিবারই তাঁদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। এবং হেসে খেলে কেটে যায় ২৩টা বছর। photo source Instagram

    MORE
    GALLERIES

  • 56

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    স্বামীর সঙ্গে তাঁকে খুব একটা ছবি পোস্ট করতে দেখা যায় না। তবে মাঝে মধ্যে নিজেদের ভালোবাসার জানান দিয়ে যান এই জুটি। photo source Instagram

    MORE
    GALLERIES

  • 66

    ভালোবাসা আজও অটুট ! স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য !

    সম্প্রতি অপরাজিতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২৩ বছর আগের একটি বিয়ের ছবি ও বর্তমান সময়ে তাঁদের একটি ছবি শেয়ার করে লেখেন, " ২৩ বছর আগের এবং পরের ছবি।" এই ছবি দেখে সকলেই প্রশংসা করেছেন এই জুটির। photo source Instagram

    MORE
    GALLERIES