অপরাজিতা আঢ্য। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। অপরাজিতা তাঁর অভিনয়ের জাদুতে জিতেছেন সকলের মন। তাঁর ভুবন ভোলানো হাসি ও মিষ্টি স্বভাবের জন্য দর্শক থেকে টলিপাড়া সকলের প্রিয় তিনি। অপার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে দক্ষ অভিনেত্রীর মুখ। বাংলা সিরিয়াল থেকে বাংলা ছবি সবেতেই অভিনয় করে সেরার স্থান নিয়েছেন নায়িকা। শুধু টলিউড নয় বলিউডেও পা রেখেছেন তিনি। 'মেরি প্যায়ারি বিন্দু' ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে তাঁর অভিনয় মন কেড়েছিল সকলের। টলিউডের জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। photo source Instagram
প্রথম দেখা থেকে প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত। কিন্তু নায়িকার পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। প্রথমে পরিবার অনেক বুঝিয়েছিলেন তাঁরা। অবশেষে কেউ রাজি না থাকলেও বিয়ে করে নেন তাঁরা। তবে অতনুর বাবা মা এই বিয়েতে মত দিয়েছিলেন। ধীরে ধীরে দুই পরিবারই তাঁদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। এবং হেসে খেলে কেটে যায় ২৩টা বছর। photo source Instagram