২০১৭-র ১১ ডিসেম্বর সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। আর তার পর থেকেই নিজেদের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারকা জুটি।
2/ 10
একই রকমের পোশাক পরে এই ছবি শেয়ার করলেন অনুষ্কা। বিরাটকে 'কিউট বয়' বলেও সম্বোধন করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “Always wanted to start a band with a cute boy.”
3/ 10
বহু রোম্যান্টিক ছবি তাঁরা শেয়ার করেছেন। বিটাউনের অন্যতম আকর্ষণীয় দম্পতি তাঁরা।
4/ 10
এথনিক পোশাকে বিরাট ও অনুষ্কা। দুজনকেই উজ্জ্বল লাগছে দেখতে।
5/ 10
গ্ল্যামারাস লুকে ক্যামেরাবন্দি বিরুষ্কা। ডেস্টিনেশন ওয়েডিং এর ট্রেন্ড শুরু তাঁদের হাত ধরেই।
6/ 10
এক শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে আলাপ হয়েছিল দুজনের। সেখান থেকেই প্রেম। আর তার পরেই হঠাৎ বিয়ে করেন তাঁরা।
7/ 10
রিসেপশনে এমনই সেজেছিলেন বিরাট অনুষ্কা। সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল এই বিয়ে।
8/ 10
একসঙ্গে সুসময় কাটান বিরাট ও অনুষ্কা।
9/ 10
তাঁদের দুজনের রসায়নে মুগ্ধ বহু মানুষ। অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা।
10/ 10
২০২০-র অগাস্টে সন্তান আসছে এমন সুখবর দেন। এখন তাঁরা কন্যা সন্তান ভামিকার বাবা মা।