পুরুষদের গায়ের গন্ধ। এই একটি বৈশিষ্ট্যই একাধারে মুগ্ধ করে এবং বিরক্ত করে অনুষ্কা শর্মাকে। সুগন্ধ তাঁকে টানে, দুর্গন্ধ তাঁকে দূরে সরিয়ে দেয়। শাহরুখ খানের গায়ের গন্ধ কী রকম? জানিয়েছিলেন বিরাট কোহলির ঘরনি।
2/ 7
‘রব নে বনা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’, ‘যব হ্যারি মেট সেজল’, ‘জিরো’, ৪টি ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা। ফলে বন্ধুত্ব বেশ জোরদার এই দুই বলি তারকার।
3/ 7
সেই বন্ধুত্বের দৌলতে কিং খানের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। অনুষ্কা জানিয়েছেন, শাহরুখের গায়ের গন্ধ তাঁকে বারবার তাঁর কাছে টেনে নিয়ে যায়। বাদশা নাকি অপূর্ব সুগন্ধের অধিকারী, এমনই জানিয়েছেন নায়িকা।
4/ 7
সে কথা স্পষ্ট শাহরুখকেই জানিয়েছিলেন তিনি। সরাসরি বলেছিলেন, ‘‘শাহরুখ, তোমার গায়ে কী সুন্দর গন্ধ!’’ কিসের এমন গন্ধ? রহস্য জানতে চাইলে অনুষ্কা জানান এই তথ্য তাঁর কাছেও নেই।
5/ 7
কারণ শাহরুখের গা থেকে রোজ রোজ নতুন ধরনের গন্ধ পাওয়া যায়। ফলে কোনও একটি উপাদানে তা সম্ভব নয়। কেবল অনুষ্কা নন, গায়ের সুগন্ধে আকৃষ্ট হন শাহরুখও।
6/ 7
‘রব নে বনা দি জোড়ি’র সময়েই শাহরুখের এই গুণের কথা জানতে পারেন অনুষ্কা। পরবর্তীকালে সাক্ষাৎকারে বলেন, ‘‘শাহরুখের একটি বৈশিষ্ট্য কখনও ভুলব না! কী যে অপূর্ব গন্ধ ওঁর গায়ে।’’
7/ 7
বাদশা যে সব দিক দিয়েই নিখুঁত, তা বলার অপেক্ষা রাখে না। ভক্তদের কাছে আজও তিনি রহস্যে মোড়া। তাই তাঁর জীবনের ঝলক প্রকাশ্যে এলে ভক্তদের মনে দোলা তো লাগেই।
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
পুরুষদের গায়ের গন্ধ। এই একটি বৈশিষ্ট্যই একাধারে মুগ্ধ করে এবং বিরক্ত করে অনুষ্কা শর্মাকে। সুগন্ধ তাঁকে টানে, দুর্গন্ধ তাঁকে দূরে সরিয়ে দেয়। শাহরুখ খানের গায়ের গন্ধ কী রকম? জানিয়েছিলেন বিরাট কোহলির ঘরনি।
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
‘রব নে বনা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’, ‘যব হ্যারি মেট সেজল’, ‘জিরো’, ৪টি ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা। ফলে বন্ধুত্ব বেশ জোরদার এই দুই বলি তারকার।
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
সেই বন্ধুত্বের দৌলতে কিং খানের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। অনুষ্কা জানিয়েছেন, শাহরুখের গায়ের গন্ধ তাঁকে বারবার তাঁর কাছে টেনে নিয়ে যায়। বাদশা নাকি অপূর্ব সুগন্ধের অধিকারী, এমনই জানিয়েছেন নায়িকা।
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
সে কথা স্পষ্ট শাহরুখকেই জানিয়েছিলেন তিনি। সরাসরি বলেছিলেন, ‘‘শাহরুখ, তোমার গায়ে কী সুন্দর গন্ধ!’’ কিসের এমন গন্ধ? রহস্য জানতে চাইলে অনুষ্কা জানান এই তথ্য তাঁর কাছেও নেই।
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
‘রব নে বনা দি জোড়ি’র সময়েই শাহরুখের এই গুণের কথা জানতে পারেন অনুষ্কা। পরবর্তীকালে সাক্ষাৎকারে বলেন, ‘‘শাহরুখের একটি বৈশিষ্ট্য কখনও ভুলব না! কী যে অপূর্ব গন্ধ ওঁর গায়ে।’’
Shah Rukh Khan I Anushka Sharma: শাহরুখের গায়ের গন্ধ নিয়ে বিস্ফোরক অনুষ্কা! সরাসরি বাদশাকে কী বলেন বিরাট-পত্নী
বাদশা যে সব দিক দিয়েই নিখুঁত, তা বলার অপেক্ষা রাখে না। ভক্তদের কাছে আজও তিনি রহস্যে মোড়া। তাই তাঁর জীবনের ঝলক প্রকাশ্যে এলে ভক্তদের মনে দোলা তো লাগেই।