লাল হ্রস্ব পোশাকে অনন্যা পাণ্ডে (Ananya Panday) বাজিমাত করেছেন ইন্টারনেটে৷ (Image: Instagram) স্টাইলিশ লাল পোশাকে ফুটে উঠেছে অনন্যার টোনড শরীর৷ (Image: Instagram) খয়েরি ব্রা লেটে এবং ফ্লোরাল কটন প্যান্টে অনন্যা অগ্নিশলাকা রূপে মুগ্ধ নতুন প্রজন্ম৷ (Image: Instagram) স্মার্ট ক্যাজুয়াল লুকে অনন্যা কেড়ে নিয়েছেন নেটিজেনদের আকর্ষণ৷ (Image: Instagram) ক্রপ টপে অনন্যা ট্রেন্ডি লুক তুলে ধরেছেন৷ (Image: Instagram) ঈষৎ সোনালি চুল আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে অনন্যার সৌন্দর্য৷ (Image: Instagram) কাপড়ের খণ্ডই অনন্যার টপ৷ তার সঙ্গে লেদার প্যান্টে অনন্যা লাস্যময়ী৷ (Image: Instagram) হল্টারনেক স্টাইলকে নতুন করে লিখলেন বলিউড সুন্দরী৷ (Image: Instagram) স্টাইলিশ টপের সঙ্গে তরঙ্গায়িত চুলে অনন্যা যেন স্বপ্নসুন্দরী৷ (Image: Instagram) দীপিকা ও অনন্যা দু’জনেই অপেক্ষা করছেন তাঁদের পরবর্তী ছবি ‘গেহরাঁইয়া’-র মুক্তির৷ (Image: Instagram)