গেহেরাইয়া ছবির প্রচারে নজর কাড়ছেন অনন্যা পাণ্ডে। নতুন প্রজন্মের অভিনেত্রী যে একজন ফ্যাশনিস্তা সেই প্রমাণ তিনি দিয়েছেন। গোলাপি রঙের বডিকন পোশাকের সঙ্গে কমলা রঙের ব্লেজার। অনন্যা পাণ্ডের এই লুকে মুগ্ধ নেটিজেন। লাল রঙের মিনি পোশাকে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছেন অনন্যা পাণ্ডে। লেদার প্যান্টের সঙ্গে সবুজ রঙের হল্টার টপ। ফ্যাশন দিভা অনন্যা পাণ্ডে। ছাই রঙের শর্টসের সঙ্গে করসেট টপ। পায়ে রঙিন জুতো। নির্মেদ চেহারা স্পষ্ট অনন্যার। ফ্লোরাল প্রিন্টেড কটন প্যান্টের সঙ্গে ব্রাউন রঙের টিউব টপ। ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন বলিউডে। গেহেরাইয়া ছবিতে অনন্যার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। এই ছবিতে পরকীয়া সম্পর্কের সমীকরণ তুলে ধরা হবে। এই ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আগামী ১১ ফেব্রুয়ারি। ছবির গান ইতিমধ্যেই হিট। সম্প্রতি অনন্যা পাণ্ডে মিনি স্কার্টের সঙ্গে পরেছেন একটি করসেট টপ। টোনড পদযুগল স্পষ্ট এই পোশাকে। নীল রঙের জ্যাকেট নজর কাড়ছে। আর তার সঙ্গে সবুজ রঙের স্টিলেটো শ্যু। নিঃসন্দেহে অনন্যা পাণ্ডে একজন ফ্যাশনিস্তা।