লাইগার ছবির ট্রেলার ও গানে নজর কেড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ফ্যাশন জগতেও সাড়া ফেললেন অভিনেত্রী। লাল শাড়ির সঙ্গে ডিপ কাট ব্লাউডে সুন্দরী অনন্যা। প্রিন্টেড লেহেঙ্গা ও চোলিতে অনন্যা। অভিনেত্রীর সময়টা ভালই যাচ্ছে। বলা ভাল তাঁর বৃহস্পতি তুঙ্গে। গেহেরাইয়া ছবির পর থেকেই আলোচনার কেন্দ্রে অনন্যা। এখন তিনি লাইগার ছবির প্রচার নিয়ে ব্যস্ত। লাইগার ছবিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অনন্যার রসায়নও বেশ নজর কেড়েছে। স্নিগ্ধ লুক অনন্যার। গোলাপি রঙের পোশাকে উজ্জ্বল লুক অনন্যার। স্বভাবেও বেশ উজ্জ্বল অনন্যা। বিরাট জমকালো লেহেঙ্গায় ধরা দিলেন তিনি। স্টার কিড তকমা থাকলেও নিজের জায়গা তৈরি করছেন তিনি। সম্প্রতি কফি উইথ করণ-এ অনন্যা অতিথি হিসেবে এসেছেন। তাঁর সঙ্গে এসেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। কফি উইথ করণে অনন্যার লাভ লাইফ নিয়েও কথা ওঠে। তিনি নাকি এখন অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন। বলিউডে বিগত বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সত্যিটা কী, তা ক্রমশ প্রকাশ্য। গোলাপি সিক্যুইনড লেহেঙ্গায় স্নিগ্ধ লুক অনন্যার। আগামীতে হাতে বেশ কিছু ছবি আছে অভিনেত্রীর। জমকালো লেহেঙ্গায় হট লুক অনন্যার। লেহেঙ্গার সঙ্গে জ্যাকেট। বোহো চিক লুকে গ্ল্যামারাস অনন্যা।