খয়েরি ব্রালেট এবং ফ্লোরাল প্রিন্টেড কটন প্যান্টে অনন্যা পাণ্ডে (Ananya Panday ) ধরা দিয়েছেন ‘গেহরিয়াঁ’ ছবির প্রোমোশনে৷ এই ছবির প্রোমোশনে অনন্যা একইসঙ্গে লাস্যময়ী ও কেতাদুরস্ত৷ করসেট স্টাইল টপ এবং শর্টসে ইন্টারনেটের সেনসেশন অনন্যা৷ সুন্দরীর স্টাইল কোশেন্ট বাড়িয়ে দিয়েছে তাঁর চুলের সৌন্দর্য৷ স্মার্ট ক্যাজুয়াল লুক ও পোশাকে অনন্যা এখন নতুন প্রজন্মের নয়নের মণি৷ সবুজ কাপড়ের খণ্ড আলিঙ্গন করে আছে ঊর্ধাঙ্গ৷ অনন্যা আবেদনময়ী, কিন্তু উগ্র নন৷ লেদার প্যান্টসে অনন্যা যেন নিখুঁত সুন্দরী৷ হল্টারনেক টপের সংজ্ঞা যেন নতুন করে লিখলেন তিনি৷ সোনালি আভার কেশরাশি যেন অনন্যাকে করে তুলেছে স্বপ্নসুন্দরী৷ লেদার প্যান্টের সঙ্গে সবুজ ঊর্ধ্বাঙ্গবন্ধনীতে অনন্যা তাঁর রূপসৌন্দর্যে সত্যিই অনন্যা৷