‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে গিয়ে বার্লিনের রাজপথে ফ্যাশনের দূত আলিয়া ভট্ট৷ (Alia Bhatt at Berlin) উন্মুক্ত কাঁধে আলগোছে ফেলা সাদা কোট৷ সঙ্গে চুলে হলুদ গোলাপ৷ পাশ্চাত্য সাজে আলিয়া অনবদ্য৷ সাদা ব্লেজারের সঙ্গে আলিয়া বেছে নিয়েছেন প্লিটেড প্যান্টস৷ কানে বড় ও ভারী ঝোলা দুল আলিয়াকে করে তুলেছে আভিজাত্যপূর্ণ আকর্ষণীয়া৷ পোশাকের সঙ্গে তাজা ফুলই আলিয়ার অলঙ্কার৷ সুতির অফ শোল্ডার পোশাকের সঙ্গে এলোচুলে আলিয়া অনবদ্য৷ শিশিরভেজা রূপে আলিয়া নিখুঁত সুন্দরী৷ এলোমেলো চুল এবং ন্যুড ওষ্ঠরঞ্জনীতে আলিয়ার আবেদন তুঙ্গে৷