আলিয়া লিখলেন, ‘আজকের দিনটাতে বেশি কিছু বলার নেই ৷ যা বলতে চাই, ক্যাপশনে আটবে না ৷ কিন্তু আমাদের পছন্দের ছবি থেকে একটা লাইন বলতে চাই ৷ নিজের ভিতরটা দেখো, তুমি অনেক এগিয়ে আছো নিজের মধ্যে ৷ মনে রেখো, তুমি কে ? মনে রেখো’ ৷ শেষ লাইনে আলিয়া লিখলেন, ‘তুমি একজন ভাল মানুষ, অন্য কিছুতে বিশ্বাস নেই !’