বলিউডে কান পাতলেই তাঁদের বিয়ের খবর শোনা যায়। গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি করে এখন সাফল্য উপভোগ করছেন আলিয়া ভাট। পাশে রয়েছেন প্রেমিক রণবীর কাপুর। (Ranbir Kapoor Alia Bhatt) বুধবার মুম্বইয়ের মিজু নামের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। (Ranbir Kapoor Alia Bhatt) রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় দুই তারকাকে দেখে পাপারাৎজিদের ভিড় উপচে পড়ে। দু'জনেই গ্রীষ্মের ফ্যাশনে সেজেছিলেন, যা ছিল নজরকাড়া। মিজু রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় ছবিশিকারিদের ভিড়ে প্রায় আটকে পড়েন আলিয়া ও রণবীর। (Ranbir Kapoor Alia Bhatt) সেখানেই আলিয়াকে পিছন থেকে হাত দিয়ে সামলাতে দেখা যায় রণবীরকে। আর তা দেখেই ভক্তরা দারুণ উচ্চ্বসিত। পাপারাৎজি ও ভক্তদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন দুই তারকা। আলিয়া গঙ্গুবাঈয়ের প্রচারের জন্য সাদা শাড়ি পরছিলেন এতদিন, অনেকদিন বাদে তাঁকে অন্য পোশাকে দেখা গেল। যদিও সেটা সাদা। গাড়িতে ওঠার সময় ভক্তদের দিকে হাত নাড়িয়ে ধন্যবাদ জানান আলিয়া ভাট। রণবীর বেশ খেয়াল রাখছেন আলিয়ার, এমন প্রেমিক পাওয়া দুষ্কর। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবিতে ভক্তরা কমেন্ট করেছেন।