আলিয়া পা দিলেন ২৬ বছরে ৷ বলিউডের মিষ্টি মেয়ে, সিনেমায় পা দেওয়া থেকেই দারুণ হিট ৷ গুঞ্জনেও আসা-যাওয়া লেগে থাকে আলিয়ার ৷
2/ 6
প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ করলেন বাজিমাত ৷ বিকিনি পড়ে সমুদ্রের জল থেকে উঠে এলেন সুন্দরী আলিয়া ৷ দর্শক হতবাক !
3/ 6
বলিউড গুঞ্জনে এখন একটাই খবর ৷ রণবীরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন আলিয়া ভাট ৷ এমনকী, খবর ছড়িয়েছে আলিয়ার জন্মদিনে একই সঙ্গে থাকবে দু’জন !
4/ 6
আপাতত, রণবীরের সঙ্গে হাত হাতে মিলিয়ে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রোমোশনে ব্যস্ত আলিয়া ৷ অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি কলঙ্ক-এর টিজার ৷ যেখানে নজর কেড়েছে আলিয়া-বরুণ জুটি ৷
5/ 6
আপাতত, রণবীরের সঙ্গে হাত হাতে মিলিয়ে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রোমোশনে ব্যস্ত আলিয়া ৷ অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি কলঙ্ক-এর টিজার ৷ যেখানে নজর কেড়েছে আলিয়া-বরুণ জুটি ৷
6/ 6
তবে আলিয়ার জীবনে প্রেম এই প্রথম নয় ৷ এর আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জুড়ে ছিল আলিয়ার ৷ এমনকী, বরুণ ধাওয়ানের দিকেও ঝুঁকেছিলেন আলিয়া ভাট ! তবে ও সব এখন অতীত ৷ আপাতত আলিয়ার মন মজেছে রণবীরেই !
আপাতত, রণবীরের সঙ্গে হাত হাতে মিলিয়ে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রোমোশনে ব্যস্ত আলিয়া ৷ অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি কলঙ্ক-এর টিজার ৷ যেখানে নজর কেড়েছে আলিয়া-বরুণ জুটি ৷
আপাতত, রণবীরের সঙ্গে হাত হাতে মিলিয়ে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রোমোশনে ব্যস্ত আলিয়া ৷ অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি কলঙ্ক-এর টিজার ৷ যেখানে নজর কেড়েছে আলিয়া-বরুণ জুটি ৷
তবে আলিয়ার জীবনে প্রেম এই প্রথম নয় ৷ এর আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জুড়ে ছিল আলিয়ার ৷ এমনকী, বরুণ ধাওয়ানের দিকেও ঝুঁকেছিলেন আলিয়া ভাট ! তবে ও সব এখন অতীত ৷ আপাতত আলিয়ার মন মজেছে রণবীরেই !