তিনি যে খিলাড়ি কুমার তা নতুন করে বলার কিছু নেই ৷ আর তাই তো বলিউডে আসার পর থেকেই অক্ষয় একাই নিজের স্টান্ট করতেন ৷ তা উঁচু বাড়ি থেকে ঝাঁপ দেওয়া হোক কিংবা গাড়ি নিয়ে কারসাজি ৷ তবে সে ছিল রুপোলি পর্দা ৷ তবে অক্ষয় কুমার যা করলেন, তা দেখে হতবাক হয়ে যাবেন ৷ নিজের গায়ে আগুন জ্বালিয়ে বিন্দাস হেঁটে চলে বেড়ালেন অক্ষয় ! গপ্পোটা হল, একটি ওয়েব সিরিজে প্রথমবার দেখা যেতে চলেছে অক্ষয়কুমারকে ৷ সেই উপলক্ষেই এক ফ্যাশন শোতে হাঁটলেন অক্ষয় ৷