অ্যাকশন ফিল্ম দিয়েই হাতে খড়ি অক্ষয়ের ৷ প্রথম ছবি সৌগন্ধ ৷ এই ছবিতে দুর্দান্ত অ্যাকশন করে নজর করেছিলেন অক্ষয় ৷ তবে জনপ্রিয়তায় আসা খিলাড়ি ছবি দিয়েই ৷ এরপর খিলাড়িও কা খিলাড়ি, সবসে বড়া খিলাড়ি, খিলাড়ি নম্বর ওয়ান, থেকে অক্ষয়ের নাম করণ খিলাড়ি কুমার !