Home » Photo » entertainment » করিশ্মার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় চরম বিপদে পড়তে হয়েছিল অজয় দেবগনকে!

করিশ্মার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় চরম বিপদে পড়তে হয়েছিল অজয় দেবগনকে!

করিশ্মা কাপুর ও অজয় দেবগন একটা সময়ে বি-টাউনের হিট জুটি ছিলেন। তাঁদের একের পর এক ছবি হিট হচ্ছে। 'জিগর' 'সংগ্রাম'-এর মতো একের পর এক হিট ছবি সে সময় রিলিজ হয়েছে এই জুটির। আর একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন।