হোম » ছবি » বিনোদন » ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

  • Bangla Editor

  • 15

    ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

    রাখি মনে ভাই-বোনের বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, মৈত্রী বন্ধনও বটে। ভাইয়ের মঙ্গল কামনায় তাঁদের বোনেরা হাতে পরিয়ে দেন রাখি। আজ সেই শুভ দিন। সাধারণ মানুষের সঙ্গে নেতা-সেলেবরাও মেতেছেন এই উৎসব পালনে। যেমনটা করছেন সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তী। ইন্টারনেটে ভাইরাল চা কাকুকে রাখি পাঠালেন তিনি।

    MORE
    GALLERIES

  • 25

    ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

    লোকসভার কয়েকজনকে রাখি ও উপহার পাঠিয়েছেন মিমি। তিনি ভোলেননি চা কাকুকে। কারণ চা কাকুর সমস্ত দায়িত্ব নিয়েছিলেন মিমি। তাই আজকের দিনে রাখি, উপহার ও মিষ্টি পাঠালেন তাঁর জন্য। সাংসদ-অভিনেতার কাছ থেকে রাখি পেয়ে ভারী খুশি চা কাকু।

    MORE
    GALLERIES

  • 35

    ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী


    মিমির কথায়, ' আমার মনে হয়, রাখি পরানো মানে শুধুই ভাতৃত্বের বন্ধন নয়। এই উৎসবে মাধ্যমে আমরা ভালবাসা ও সহমর্মিতা চড়াই। একে অপরকে জানান দিই যে কেউ একা নয়। আমি এই উৎসবের মাধ্যমে বলতে চাই যে আমি সকলের পাশে আছি। সকলের জন্য শুভকামনা করি। যাতে আমার রাজ্যের, দেশের সকল ভাইরা সুস্থ থাকে।'

    MORE
    GALLERIES

  • 45

    ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

    মিমি আরো বললেন, 'আমার জন্য রাখির তাৎপর্য অনেক। জাতি ধর্ম নির্বিশেষে সকলে বলতে চাই আমি পাশে আছি। ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। চা কাকুর পাশাপাশি আমি অনেককেই উপহার পাঠিয়েছি ।'

    MORE
    GALLERIES

  • 55

    ভাইরাল ‘চা কাকু’র জন্য রাখি পাঠালেন মিমি চক্রবর্তী

    করোনার মতো মহামারীর সময়, এই ধরনের উৎসব খুব জরুরি, এমনটাই মনে করেন সাংসদ- অভিনেতা। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন মিমি। আমরা সকলে এই রোগ থেকে একদিন না একদিন নিস্তার পাবো বলে আশাবাদী তিনি। সকলে একজোট হয়ে লড়াই করতে হবে, বলে মনে করেন মিমি।

    MORE
    GALLERIES