মিমির কথায়, ' আমার মনে হয়, রাখি পরানো মানে শুধুই ভাতৃত্বের বন্ধন নয়। এই উৎসবে মাধ্যমে আমরা ভালবাসা ও সহমর্মিতা চড়াই। একে অপরকে জানান দিই যে কেউ একা নয়। আমি এই উৎসবের মাধ্যমে বলতে চাই যে আমি সকলের পাশে আছি। সকলের জন্য শুভকামনা করি। যাতে আমার রাজ্যের, দেশের সকল ভাইরা সুস্থ থাকে।'