1/ 4


ফের বিনোদন জগতে মৃত্যুর খবর ৷ প্রয়াত হলেন ঘরের মেয়ে অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় ৷ শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় ৷
2/ 4


খবর অনুযায়ী, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন মিষ্টি ৷ চলছিল চিকিৎসাও ৷ তবে সব চেষ্টা বিফল করে চলে গেলেন অভিনেত্রী ৷
3/ 4


জানা গিয়েছে, নিজের চেহারাকে ধরে রাখতে কঠিন ডায়েটের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছিলেন অভিনেত্রী ৷ করতেন কিটো ডায়েট ৷ আর তা থেকেই দিন দিন শরীর খারাপ হতে থাকে ৷