

টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ photo source Instagram


ভালোবেসে বিয়ে। সংসার চলছিল সুখেই। এবার আরও এক সুখবর আসতে চলেছে তাঁদের জীবনে। শীঘ্রই মা হতে চলেছেন মধুবনী। photo source Instagram


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে কিছুদিন আগেই সে কথা সকলকে জানিয়েছেন অভিনেত্রী। বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন তিনি। এবার ফের আরও কিছু ছবি শেয়ার করলেন তিনি। photo source Instagram


হলুদ ছাপা কুর্তাতে ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, "খাও ঘুমাও। খাও, পড়ো। খাও, ছবি তোলো।' এই লেখাতে তিনি বোঝাতে চাইলেন, খাওয়া দাওয়া ঠিক রেখে বাকি সব কিছু করো। photo source Instagram