বারাণসীতে লকডাউনে বন্যায় প্রায় ৩৫০ নাবিক নিরন্ন তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন সোনু সুদ ৷
2/ 6
ট্যুইটারে বারাণসীর সমাজকর্মী দিব্যাংশু জানিয়েছেন সোনু সুদ প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্য করবেন ৷
3/ 6
জানতে পারা গিয়েছে ৩৫০ পরিবারের জন্য খাবার দাবার যোগাড় করে খুব তাড়াতাড়ি বারাণসী পৌঁছছেন সোনু সুদ, অন্তত এমনটাই জানতে পারা গিয়েছে ৷
4/ 6
অভিনেতা সোনু সুদ জানিয়েছেন আজ থেকে এই ৩৫০ পরিবার আর না খেয়ে থাকবেনা ৷
5/ 6
দিব্যাংশু জানিয়েছেন সোনু সুদের দল থেকে ফোন করা হয়েছিল তাঁকে ৷ সেখানে নাবিকের পরিবারের তালিকা চাওয়া হয়েছে ৷
6/ 6
দিব্যাংশু জানিয়েছেন কিছুদিন আগে এই নাবিকের পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম ৷ কিন্তু কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের পকেটে টান পড়েছে ৷