সোনু সুদ। এই নামের মানুষটা আর শুধু মাত্র একজন বলিউড অভিনেতা নন। করোনা কালে মানুষ দেখেছে তাঁর মানবিক রূপ। কাজ, ঘর হারিয়ে যখন হাজার হাজার শ্রমিক রাস্তায় হেঁটে চলেছিল, তখন সবার আগে তাঁদের পাশে এসে দাঁড়ান সোনু সুদ। photo source collected
2/ 5
আজ দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু কাজ থামননি সোনু। শুধু পরিযায়ী শ্রমিক নয় যেকোনও মানুষের অসুবিধায় পাশে দাঁড়াচ্ছেন তিনি। শুধু কোনওভাবে তাঁর কানে কথাটা পৌঁছলেই হল। photo source collected
3/ 5
এবার এই মহান কাজের জন্য পুরস্কৃত করা হল সোনু সুদকে। তিনি যা পেরেছেন, তা কেউ পারেননি। তিনি বাস্তব জীবনের নায়ক। photo source collected
4/ 5
করোনার ভয়াবহ সময়ে মানুষের পাশে নিজের সবটুকু দিয়ে দাঁড়ানো এবং কাজ করার জন্য তাঁকে 'এসডিজি স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হল। photo source collected
5/ 5
এই পুরস্কারটি তাঁকে দেওয়া হয়েছে সংযুক্ত রাষ্ট্র বিকাশ কার্যক্রমের (United Nations Development Programme) তরফ থেকে। photo source collected